মায়ের সাথে ঘুমায়

শিক্ষক-ছাত্র কৌতুক July 3, 2016 2,965
মায়ের সাথে ঘুমায়

শিক্ষক : বলতো স্বপন তুমি বড় না তোমার বাবা বড়?


স্বপন : আমি স্যার।


শিক্ষক : কীভাবে?


স্বপন : স্যার, আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না, কিন্তু বাবা এখনো মায়ের সাথে ঘুমায়!