রমজান ২৬ : দোষ-ত্রুটি ক্ষমা করে আমল কবুলের দোয়া!

ইসলামিক শিক্ষা July 2, 2016 1,024
রমজান ২৬ : দোষ-ত্রুটি ক্ষমা করে আমল কবুলের দোয়া!

২৬ রমজান ১৪৩৭ হিজরি, শুনিবার। জাহান্নামের আগুন থেকে মুক্তির ষষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে আজ। রমজানের শেষ দশকের ষষ্ঠ দিনে আল্লাহর নিকট দোষ-ত্রুটি ক্ষমা চেয়ে তাঁর নৈকট্য অর্জন এবং গোনাহ মাফের একটি দোয়া তুলে ধরা হলো-


উচ্চারণ :আল্লাহুম্মাঝ আ’ল সা’য়ি ফিহি মাশকুরা; ওয়া জামবি ফিহি মাগফুরান ওয়া আ’মালি ফিহি মাক্ববুলা; ওয়া আইবি ফিহি মাসতুরা; ইয়া আসমাআ’স সামিয়ি’ন।


অর্থ : হে আল্লাহ! এ দিনে আমার প্রচেষ্টাকে (তোমার নৈকট্য অর্জনে) গ্রহণ করে নাও। আমার সব গোনাহ মাফ করে দাও। আমার সব আমল কবুল করো এবং সব দোষ-ত্রুটি ঢেকে রাখ। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।


পরিশেষে...

আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের আজকের (ষষ্ঠ) দিনে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।