রমজান ২৫ : বিশ্বনবির পথে ও মতে চলার দোয়া!

ইসলামিক শিক্ষা July 1, 2016 1,769
রমজান ২৫ : বিশ্বনবির পথে ও মতে চলার দোয়া!

২৫ রমজান ১৪৩৭ হিজরি, শুক্রবার। জাহান্নামের আগুন থেকে মুক্তির পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে আজ।


রমজানের শেষ দশকের পঞ্চম দিনে আল্লাহর সঙ্গে শত্রুতা পোষণকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিশ্বনবির মতাদর্শে নিজেকে সমর্পন করার একটি দোয়া তুলে ধরা হলো-


উচ্চারণ :আল্লাহুম্মাঝ আ’লনি ফিহি মুহিব্বান লি-আওলিয়াই’ক; ওয়া মুআ’দিয়ান লি-আ’দাই’ক; মুসতান্নাআ’ন বিসুন্নাতি খাতামি আম্বিয়াই’ক; ইয়া আ’চিমা কুলুবিন নাবিয়্যিন।


অর্থ :হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরি নবির সুন্নাত ও পথ অনুযায়ী চলার তাওফিক আমাকে দান কর। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।


পরিশেষে...

আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের আজকের (৫ম) দিনে মুসলিম উম্মাহকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে ও মতে চলার তাওফিক দান করুন। আমিন।