ক্লাসে স্বর্গ ও নরক নিয়ে ব্যাখ্যা করার পর শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন-
শিক্ষক : তোমাদের মধ্যে কে কে স্বর্গে যেতে চাও?
সবাই হাত তুলল। কিন্তু গৌতম চুপচাপ বসে আছে। শিক্ষক এবার গৌতমকে জিজ্ঞাসা করল-
শিক্ষক : কী ব্যাপার, তুমি স্বর্গে যেতে চাও না?
গৌতম : না স্যার, মা আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে।