২৩ হাজার টাকায় লেনোভোর ল্যাপটপ

কম্পিউটার রিভিউ June 30, 2016 979
২৩ হাজার টাকায় লেনোভোর ল্যাপটপ

এবারের ঈদের সঙ্গী হোক ল্যাপটপ। সাশ্রয়ী দামে লেনোভোর ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ল্যাপটপটি জি সিরিজের। মডেল জি৪০৪৫। কলো রঙের এই ল্যাপটপটির মূল্য মাত্র ২৩ হাজার টাকা।


দেখতে আকর্ষণীয় এই ল্যাপটপটিতে আছে ১৪.১ ইঞ্চির এইচডি এলইডি ডিসপ্লে।


শক্তপোক্ত ল্যাপটপটিতে এএমডি ডুয়েল কোর এই-১৬০১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসরের ক্লক স্পিড ১.৩৫ গিগাহার্জ থেকে ২.৪ গিগাহার্জ।


এটিতে ২ জিবি ডিডিআর৩ র‌্যাম ব্যবহার করা হয়েছে। মেমোরি ৫০০ জিবি এইচডিডি।


গ্রাফিক্স কার্ড আছে এএমডি রেডিয়ন আর২ সিরিজের। ৪ সেল ব্যাটারির এই ল্যাপটপটিতে ভিডিভি রিরাইটেবল ড্রাইভ ব্যবহার করা হয়েছে।


ল্যাপটপটিতে মিলবে এক বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি।


গ্লোবাল ব্র্র্যান্ড থেকে লেনোভোর ল্যাপটপ কিনলেই নিশ্চিত উপহার মিলবে। উপহারের মধ্যে আছে স্পিকারসহ এন্টিভাইরাস, ব্লাডি মাউস এবং রাউটার। এগুলো থেকে যেকোনো একটি পাওয়া যাবে।


এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘসে ভাগ্যে মিলতে পারে মালয়েশিয়া ভ্রমণ, ৩২ ইঞ্চি এলইডি টিভি কিংবা স্মার্টফোনের যেকোনো একটি।