রমজান ২১ : নাজাতের প্রথম দিনের দোয়া

ইসলামিক শিক্ষা June 27, 2016 2,727
রমজান ২১ : নাজাতের প্রথম দিনের দোয়া

২১ রমজান ১৪৩৭ হিজরি, সোমবার। আজ জাহান্নামের আগুন থেকে মুক্তির প্রথম দিন। রমজানের শেষ দশকের প্রথম দিনে আল্লাহর নৈকট্য অর্জনে শয়তানের আধিপত্য থেকে মুক্ত থেকে জান্নাত লাভের একটি দোয়া তুলে ধরা হলো-




উচ্চারণ : আল্লাহুম্মাঝআ’ল লি ফিহি ইলা মারদাতিকা দালিলা; ওয়া লা তাঝআ’ল লিশশায়ত্বানি ফিহি আ’লাইয়্যা সাবিলা; ওয়াঝআ’লিল জান্নাতা লি মুনযিলাওঁ ওয়া মাক্বিলা; ইয়া ক্বাদিয়া হাওয়ায়ি’ঝাত ত্বালিবিন।


অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত কর। আমার উপর শয়তানদেরকে আধিপত্য বিস্তার করতে দিওনা। জান্নাতকে আমার গন্তব্যে পরিণত কর। হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।


পরিশেষে...

আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের প্রথম দিনে মুসলিম উম্মাহকে দুনিয়ার সকল প্রকার ফিতনার আধিপত্য থেকে মুক্ত করে জাহান্নামের আগুন থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।