কোরআনের যে দশটি সূরা আপনাকে দশটি বিপদ থেকে বাঁচাবেআল্লাহ মানুষকে বিভিন্ন সময় নানা বিপদে ফেলে পরীক্ষা করে থাকে। শুধু ইহকালে নয় আল্লাহ মানুষকে পরকালেও পাপের শাস্তি দেবেন।
ইহকালের বিপদ কিংবা পরকালের শাস্তির হাত থেকে তৎক্ষণাত রক্ষা পাওয়ার উপায় বলে দেয়া আছে আল কোরআনে। আল কোরআনের এমন দশটি সূরা আছে যেগুলো বিপদে পড়ার পর পাঠ করলে আল্লাহর রহমতে আপনি রক্ষা পাবেন। সূরা গুলো নিম্নরূপ-
(১) সূরা ফতিহা আল্লাহর গজব হতে রক্ষা করবে।
(২) সূরা ইয়াসীন কিয়ামতের দিন পিপার্সাত হওয়া থেকে রক্ষা করবে।
(৩) সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্থা হতে রক্ষা করবে।
(৪) সূরা ওয়াকি’আ দরিদ্রতা হতে রক্ষা করবে।
(৫) সূরা মূলক কবরের আযাব হতে রক্ষা করবে।
(৬) সূরা কাওসার শত্রুর অনিষ্ট হতে রক্ষা করবে।
(৭) সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী হতে রক্ষা করবে।
(৮) সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষা করবে।
(৯) সূরা ফালাক হিংসুকের হিংসার হতে রক্ষা করবে।
(১০) সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে রক্ষা করবে।
এক আল্লাহর সত্য বানী আল কোরআনই পারে সকল মুসলিমদের রক্ষা করতে। সকলে আমল গুলো করার চেষ্টা করুন, আল্লাহ্ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ্।