তারাতারি ইফতারের ফযীলত!

ইসলামিক শিক্ষা June 21, 2016 839
তারাতারি ইফতারের ফযীলত!

হযরত সাহল বিন সা'দ (রাঃ) কর্তৃক বর্নিত।রাসূলূল্লাহ (সঃ) বলেছেনঃ লোকেরা যতদিন তাড়াতাড়ি ইফতার করবে,ততদিন পর্যন্ত তারা কল্যানের পথে থাকবে।(বুখারী)


হাদীসের মর্মার্থঃ রাসূলূল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমরা ইহুদীদের নিয়মের ব্যতিক্রম করবে।অন্ধকারে চারদিক আচ্ছন্ন হয়ে যাবার পর ইহুদীরা ইফতার করে আর তোমরা সূর্য অস্ত যাবার সাথে সাথেই ইফতার করবে এবং যদি এ নিয়ম অনুসরন কর,তাহলে প্রমানিত হবে যে,তোমরা ধর্মীয় দিক দিয়ে কল্যানের পথে অর্থাৎ সুন্নাতের অনুসারী হয়েছ।