পবিত্র রমজানের আজ ১৫তম দিন। অর্থাৎ রমজান মাসের অর্ধেক অতিবাহিত হচ্ছে আজ। আর এই দিনটি পড়েছে নাজাতেরন ১০ দিনের মধ্যবর্তী দিন। এই দিনে ছোট্ট এই দোয়াটি পাঠ করলে কঠিন মুসিবত থেকে হমান আল্লাহ তায়ালার আশ্রয় ও হেফাজত লাভ হয়। তা হলে এবার জেনে নেয়া যাক দোয়াটি-
اَللّـهُمَّ ارْزُقْني فيهِ طاعَةَ الْخاشِعينَ، وَاشْرَحْ فيهِ صَدْري بِاِنابَةِ الُْمخْبِتينَ، بِاَمانِكَ يا اَمانَ الْخائِفينَ .
অর্থ : হে আল্লাহ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তৌফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের উসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে খোদাভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত কর। হে খোদাভীরু মুত্তাকীদের আশ্রয়দাতা।
আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে হেফাজত করুন। আমিন