মাগফিরাতের প্রথম দিনে এই দোয়াটি পাঠ করলে জাহান্নামের শাস্তি হারাম হয়ে যায়

ইসলামিক শিক্ষা June 17, 2016 1,118
মাগফিরাতের প্রথম দিনে এই দোয়াটি পাঠ করলে জাহান্নামের শাস্তি হারাম হয়ে যায়

আজ পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশক তথা মাগফিরাতের প্রথম দিন। গতকালই ছিল রমজানের প্রথম দশক তথা রহমতের শেষ দিন। বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানরা এই ১০ দিনে মহান আল্লাহর কাছে রহমত চেয়েছেন। আর আজ থেকে মাগফিরাত চাইবেন তারা। জাহান্নামের কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি থেকে পানা চাইবেন তারা।


১১তম রমজানের দোয়া :


اَللّـهُمَّ حَبِّبْ اِلَيَّ فيهِ الاِْحْسانَ، وَكَرِّهْ اِلَيَّ فيهِ الْفُسُوقَ وَالْعِصْيانَ، وَحَرِّمْ عَلَيَّ فيهِ السَّخَطَ وَالنّيرانَ بِعَوْنِكَ يا غِياثَ الْمُسْتَغيثينَ .


অর্থ : হে আল্লাহ! এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় কর। তোমার অনুগ্রহের উসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।


মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন। এই রমজানে বিশ্বের সকল মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দার করুন। আমিন