ক্রিকেট কাকে বলে

ইন্টারভিউ কৌতুক June 16, 2016 4,750
ক্রিকেট কাকে বলে

একটি কোম্পানির ইন্টারভিউ দিতে গিয়ে-


প্রশ্নকর্তা : ইংল্যান্ড ক্রিকেট দল আর একটা টি-ব্যাগের মধ্যে পার্থক্য কোথায় বলতে পারেন?


উত্তরদাতা : টি-ব্যাগ অন্তত একবার হলেও কাপের ছোঁয়া পায়!


প্রশ্নকর্তা : ক্রিকেট কাকে বলে?


উত্তরদাতা : ক্রিকেট হচ্ছে এমন এক খেলা, যেখানে ২২ গজের পিচ, ২২ জন প্লেয়ার, ৩ জন অ্যাম্পায়ার আর অসংখ্য কোচ থাকে।