অক্টোপাস সম্পর্কে ১০টি অবাক করা তথ্য

জানা অজানা June 2, 2016 1,019
অক্টোপাস সম্পর্কে ১০টি অবাক করা তথ্য

★ অক্টোপাস সম্পর্কে ১০টি অবাক করা তথ্য। আসুন দেখে নিই....


১. স্রেফ দেখে দেখে অক্টোপাস অনেক কিছু শিখতে পারে।


২. অক্টোপাসের রাগ প্রবল। শুধু তা-ই নয়, তারা কিন্তু রাগ পুষে রাখে।


৩. অক্টোপাস নিজের প্রজাতিকেও খেয়ে ফেলে মাঝেমাঝে।


৪. অক্টোপাসের মস্তিষ্ক দুষ্টুবুদ্ধিতে ঠাসা।


৫. প্রবল শক্তি হয় অক্টোপাসের।


৬. অক্টোপাস কিন্তু পালাতে পটু। যে কোনও জায়গায় একটু ফাঁকা পেলেই পালাবে।


৭. অক্টোপাস কিন্তু জমিতেও হাঁটতে পারে।


৮. অক্টোপাস মানুষের মতোই প্রয়োজনে বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারে, যাকে বলে ‘‘ইউজ অফ টুল্‌স’’। এটা কিন্তু চূড়ান্ত বুদ্ধির লক্ষণ।


৯. একটা সরু পাইপ গলে একটি পূর্ণাঙ্গ অক্টোপাস বেরিয়ে যেতে পারে অনায়াসে।


১০. অক্টোপাস অন্য প্রাণীর শব্দ নকল করতে পারে। বিশেষ করে কয়েকটি সামুদ্রিক প্রাণীর শব্দ তারা নকল করতে পারে বলে শোনা যায়।