“বাংলাদেশ জানতো, বিপদ আসছে”

আমাদের নীতিকথা June 2, 2016 2,626
“বাংলাদেশ জানতো, বিপদ আসছে”

“বাংলাদেশ জানতো, বিপদ আসছে”


... একটা ‘পরেরদিনের’ স্ট্যাটাস


নেপালের মতো, আজ আমার দেশে যদি একই মাত্রার ভূমিকম্প হয়, আমরা সবাই জানি দেশের কি অবস্থা হবে


ঢাকা শহরের নিচ দিয়ে অপরিকল্পিতভাবে গ্যাস লাইনগুলো গিয়েছে


৫ মিনিটও লাগবে না ঢাকার বিল্ডিংগুলো হুড়মুড় করে ধ্বসে পড়তে ... বিল্ডিং এর চাপে, গ্যাস লাইন ফাটবে


আর তারপর?


মুহূর্তে এই শহর একটা অগ্নিকূপে পরিণত হবে


জাস্ট অগ্নিকুন্ডের একটা গোলা


... সেদিন হয়তো স্ট্যাটাস দিতে পারব না... তাই পোষ্টডেটে স্ট্যাটাসটা, আজকেই দিয়ে নিচ্ছি


“বাংলাদেশের এই পরিণতির জন্য, বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যাক্তিদায়ী”


কি বিএনপি... কি লীগ ... সবাই দোষী


এরা ক্ষমতায় আসলে, পকেটে টাকা ভরতে ব্যস্ত


ঢাকা শহরের নিচ দিয়ে যে অপরিকল্পিতভাবে গ্যাস লাইন গিয়েছে, তা এদের অনেকেই জানে না


এরা শুধু জানে, খাটের নিচে পরিকল্পিতভাবে টাকা লুকাতে


... তা না হলে; মাত্র ৯ মাসেই দেশ স্বাধীন করে ফেলতে পারলে ... দেশের এই সিম্পল জিনিসটা গুছাতে, ৪৪ বছর লাগার কথা না


যেদিন ঘটবে, সেদিন তো আর স্ট্যাটাস দিতে পারব না... তাই, আজ পোষ্টডেইটে স্ট্যাটাস দিয়ে এদের সবাইকে দোষী সাব্যস্ত করে গেলাম


সেদিন... বিশ্ব মিডিয়া যেনও আমাদের নিয়ে রিপোর্ট করার সময়; এই হেডলাইনটা অন্তত দেয় যে, “বাংলাদেশ জানতো, বিপদ আসছে”


লেখা:

Arif R Hossain