ইভটেজিং/ধর্ষন করতেছেন → বিয়ের আগে/পরে ??

আমাদের নীতিকথা July 19, 2016 5,250
ইভটেজিং/ধর্ষন করতেছেন → বিয়ের আগে/পরে ??

→ আপনি কোনো মেয়েকে ইভটেজিং করতেছেন। ঠিক সেই রকম ভাবে আপনার ও বোন কোনো না কোনো বখাটেদের কাছে ইভটেজিং এর শিকার হচ্ছে।


→ বিয়ের আগে/পরে কোনো মেয়েকে ধর্ষন করেছেন। বিয়ের আগে/পর আপনার স্ত্রী কে ভালো ভাবে জিজ্ঞেস করুণ সে কোনো বখাটেদের হাতে ধর্ষনের শিকার হয়েছে কিনা। আসা উত্তর টা পেয়ে যাবেন।


→ বিয়ের আগে কোনো মেয়ের সাথে প্রেম করেছেন টাইম পাস করার জন্য। সাথে আবার রাত ও কাটিয়েছেন। বিয়ের পর আপনার স্ত্রী কে শুধু জিজ্ঞেস করুণ সে প্রেম করেছে কিনা।


• "যদি প্রেম করে থাকে তাহলে রাত যে কাটায়নি তার নিশ্চয়তা কি?"

• (বর্তমান যুগের সব ছেলে মেয়েরাই চায় ওদের স্বামি বা স্ত্রী বিয়ের আগে প্রেমহিন মুক্ত হউক। hi :-D আপনি যে প্রেম করেছেন সেটার ফল যাবে কোথায় শুনি ?)


#মোড়াল: যেমন কর্ম তেমন ফল তবে এটার বেলায় আলাদা আপনি করবেন কাজ কিন্তু তার ভাগী হবে আপনার বোন বা স্ত্রী।