যেভাবে জানবেন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন হয়েছে

BTRC News May 31, 2016 1,921
যেভাবে জানবেন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন হয়েছে

আজ ৩১ মে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর আগে দুই দফায় মেয়াদ বাড়লেও নতুন করে মেয়াদ বাড়ার আর কোনো সম্ভাবনা নেই।


এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধন করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।


রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান।


ইতোমধ্যে যারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করেছে নানান গুজবে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভীতি কাজ করছে। এক্ষেত্রে খুব সহজেই আপনি জানতে পারবেন আপনার সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন হয়েছে কিনা।


যেভাবে জানবেন


গ্রামীণফোনের অপারেটররা তাদের ম্যাসেজ অপশনে গিয়ে REG লিখে 4949 নম্বরে পাঠালেই ফিরতি ম্যাসেজে যদি You are registered আসে তাহলে বুঝবেন আপনার সিমটি সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে।


একইভাবে বাংলালিঙ্ক গ্রাহকরা *1600*1# ডায়াল করলেই জানতে পারবেন। এয়ারটেল গ্রাহকরা জানতে ডায়াল করুন *121*444# নম্বরে। রবি গ্রাহকরা ডায়াল করুন *643# নম্বরে। এছাড়া টেলিটক গ্রাহকরা ম্যাসেজ অপশনে গিয়ে Q লিখে 1600 নম্বরে পাঠালেই জানতে পারবেন।