মঙ্গলবার থেকে চালু হচ্ছে মোবাইল ফোনের নতুন কলরেট

BTRC News August 13, 2018 3,829
মঙ্গলবার থেকে চালু হচ্ছে মোবাইল ফোনের নতুন কলরেট

আজ সোমবার রাত ১২টা পেরুলেই চালু হতে যাচ্ছে মোবাইল ফোনের জন্য নতুন কলরেট। আর নতুন কলরেট অনুযায়ী, কোনও অপারেটরে ৪৫ পয়সার নিচে কথা বলা যাবে না। কলরেটের সর্বোচ্চ সীমা ২টাকা।


এরই মধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এই নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অপারেটরগুলো এই নির্দেশনা কার্যকরের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।


বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, এখন থেকে আর মোবাইলে অফ নেট ও অন নেট থাকছে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২টাকা। তিনি জানান, ১৪ তারিখ থেকে নতুন কলরেট কার্যকরের কথা বলা হয়েছে।


(বিস্তারিত আসছে)…