আইওএসে গুগল অ্যাপ আপডেট

এপস রিভিউ May 30, 2016 929
আইওএসে গুগল অ্যাপ আপডেট

আইওএস প্ল্যাটফর্মে ব্যবহৃত নিজেদের নামের অ্যাপে আপডেট এনেছে ওয়েব জায়ান্ট গুগল।

প্রতিষ্ঠানটির দাবি, এই আপডেটে গতি আর পারফরম্যান্সে যে উন্নতি আনা হয়েছে তার মাধ্যমে পুরো বছরে 'সব ব্যবহারকারীর সব মিলিয়ে ৬৫ লাখ ঘন্টা বাঁচিয়ে দেবে।"


এক বিবৃতিতে গুগলের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট তামার ইয়েহোশুয়া বলেন, "প্রতিবার যখন আপনি অ্যাপটি চালু করবেন, বা এতে কিছু সার্চ করবেন, সব কিছুই আগের চেয়ে একটু দ্রুত হবে।"


শুধু গতিই যে বাড়ছে তা নয়, এই আপডেটের ফলে কিছু সংবাদ প্রতিবেদন এখন অনেকটা তাৎক্ষণিকভাবেই লোড হয়ে যাবে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সাইট ভার্জ। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের আনা ফেইসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলস-এর জবাবে একই ধরনের অ্যাকসেলারেটেড মোবাইল পেইজেস (এএমপি) এনেছে গুগল, তবে তা এখনও শুধু গুগলের আইওএস অ্যাপের জন্য।


আর আইওএস-এ কেউ সাফারি ব্রাউজারের মাধ্যমে গুগল সার্চ করলেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে এএমপি সেবার অন্তর্ভূক্ত মার্কিন সংবাদ সাইট ভার্জ।