বাসা ও অফিসের নিরাপত্তায় নতুন দেশি অ্যাপ

এপস রিভিউ September 21, 2017 3,059
বাসা ও অফিসের নিরাপত্তায় নতুন দেশি অ্যাপ

বাসা ও অফিসের নিরাপত্তা দিতে বাংলাদেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বিটফাউন্টেন সম্প্রতি ‘সিকিউরিটি৩৬৫’ নামের একটি অ্যাপ উন্মুক্ত করেছে।


অ্যাপটি ব্যবহার করে বাড়ি বা প্রতিষ্ঠানে আসা অতিথিদের নাম ও মোবাইল নম্বর নিবন্ধন করে রাখা যায়। এতে মোবাইল নম্বর যাচাই করার সুবিধা থাকে। ফলে বাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় এটি সহজে কাজে লাগানো যায়। আহাম্মদ রিয়াদ ও মুহম্মদ আব্দুল্লাহ আল হাদী নামের দুই তরুণ উদ্যোক্তা অ্যাপটি তৈরি করেছেন।


মুহম্মদ আব্দুল্লাহ আল হাদী বলেন, সিকিউরিটি৩৬৫ অ্যাপটি গুগল প্লেস্টোরে ডাউনলোডের জন্য পাওয়া যাবে। এটি ব্যবহার করা সহজ। বাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় স্মার্টফোনে ডাউনলোড করে ব্যবহার করা যায়। অ্যাপটি ব্যবহার করে অতিথির ছবি তুলে নিয়ে ডাটাবেজে সংরক্ষণ করা যায় এবং তথ্য ক্লাউডে জমা থাকে।


আল হাদী জানান, দেশি অ্যাপটি ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে। কর্পোরেট গ্রাহকেরা অ্যাপটি প্রয়োজন জন্য অনুযায়ী বিশেষ পরিবর্তন করে নিতে পারবে।


অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/xSM4Kc লিংক থেকে।