ধরুন, আপনি একাকী সমুদ্রসৈকতে হাঁটছেন। মুঠোফোনটি কানে। অপরপ্রান্তে বান্ধবীর সুরেলা কণ্ঠ কথা বলে যাচ্ছেন। কিন্তু হঠাৎ এক প্রশ্নের উত্তর গিয়ে চার্জ ঘাটতির কারণে বন্ধ হয়ে গেল আপনার ফোনটি। রাগে তখন ফোনটিকে আছাড় মারার জন্য ছুঁড়ে মারলেন সমুদ্রের বালিতে। কিছুক্ষণ পর পাওয়ারে চাপ দিয়ে চেষ্টা করে দেখলেন, মোবাইল ফোন আবার চালু হয়েছে।
তখন আপনার খুশি কে আর দেখে। কিন্তু মোবাইল ফোন অন হওয়ার পেছনে এই রহস্যটা কি? 'সমুদ্রতটের বালিতে কিছুক্ষণ মোবাইলফোনটি ঢুকিয়ে রাখলেই ফোনটি পেয়ে যাবে তার জীবনীশক্তি' এমনটাই দাবি করেছেন ক্যালিফোর্নিয়ার এক গ্র্যাডস্টুডেন্ট জাকারি ফেভার্স।
তাদের মতে, বালিতে প্রচুর পরিমাণে সিলিকন থাকে যা লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করতে খুবই কার্যকরি। লিথিয়াম-আয়ন ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ উপাদান গ্রাফাইট। একটি সিলিকন প্রোটোটাইপ ব্যাটারিও তৈরি করেছেন জাকারি ফেভার্স। গবেষকদের দাবি, এই ব্যাটারি লাগালে তা বর্তমানে মোবাইলে ব্যবহৃত ব্যাটারির থেকে তিনগুণ বেশি সময় পর্যন্ত কাজ করবে এবং তা বালিতে চার্জ নেবে। -