আসছে বাজাজ পালসার নামের ইলেকট্রিক বাইক

নতুন প্রযুক্তি September 17, 2017 4,803
আসছে বাজাজ পালসার নামের ইলেকট্রিক বাইক

পালসারের ই-ভার্সন আসছে। এটি হবে ইলেকট্রিক বাইক। তবে এর নাম পালসারই থাকছে। সম্প্রতি কার ব্লগ ইন্ডিয়া নামের একটি ব্লগ পোস্টে এই তথ্য জানা গেছে। ২০২০ সাল নাগাদ পালসারের নতুন এই ই-বাইকটি বাজারে পাওয়া যাবে।


প্রকাশিত ওই ব্লগ পোস্টের তথ্য মতে, বাজাজ পালসার নামের নতুন এই ই-বাইকটি বিপুল সংখ্যক তৈরি করবে। এর দামও হবে হাতের নাগালে।


ব্লগ পোস্টটি দাবি করছে, বাজাজ অটো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব বাজাজ তাদের জানিয়েছে, ‘আরবানাইট’ নামে বাজাজ ইলেকট্রিক বাইক তৈরি করছে।


এটি হবে বাজাজের সাব ব্র্যান্ড। শুরুতেই প্রতিষ্ঠানটি প্রিমিয়াম সেগমেন্টে ই-বাইক তৈরি করবে।


অটোমোবাইল বিশেষজ্ঞরা মনে করছেন, বাজাজ টেসলার মতই ভারতের বাজার ধরতে চায়। আর তাইতো আগামীর প্রযুক্তি হিসেবে ইলেকট্রিক ভেইকেলকেই বেছে নিয়েছে।


বিশেষ করে ই-বাইক। কেননা, বাজাজের বাইক ভারতসহ এর আশেপাশের প্রতিবেশি দেশগুলোতে বেশ জনপ্রিয়।


রাজীব বাজাজ অাভাস দিয়েছেন, প্রতিষ্ঠানটি ইলেকট্রিক মোটরসাইকেলের পাশাপাশি ইলেকট্রিক স্কুটার এবং থ্রি হুইলারও প্রস্তুত করবে।