কিভাবে বুঝবেন এখন গরম লাগছে ?
* যখন দোকান থেকে আইসক্রিম কিনলে দেখবেন প্যাকেটের ভিতর জুস দেখা যাচ্ছে!
* গোসলখানায় গোসল করতে গেলে যখন দেখবেন টাংকি থেকে গরম পানি বের হচ্ছে তখন।
* ফ্রিজের ভিতর খাবার রাখলে যখন দেখবেন তার থেকে পোড়া গন্ধ ছুটছে তখন!
* যখন বাজার থেকে তাজা মাছ কিনলে তা শুঁটকি, আঙুর কিনলে কিশমিশ, এবং মুরগির মাংস কিনে বাসায় আসতে আসতেই তা গ্রিল হয়ে যাবে তখন।
* ক্ষেত থেকে ভুট্টা পাড়ার সঙ্গে সঙ্গেই যখন দেখবেন তা খই হয়ে গেছে তখন।
* ওয়াসায় পানি থাকুক বা না থাকুক আপনার শরীর থেকে অনবরত পানি (ঘাম) ঝরতে থাকলে।
* যখন দেখবেন বিদ্যুতের সংযোগ ছাড়াই ইস্ত্রি দিয়ে আপনার কাপড় ইস্ত্রি করা যাচ্ছে।
* চা-কফি জাতীয় কিছু মুখে দিলে সেগুলোকে শরবত মনে হলে।
* যখন মুরগি ডিম পাড়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ডিমটা সিদ্ধ হয়ে গেছে তখন।
* আপনার আশপাশের লোকজনের পোশাকের সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যেতে দেখলে।
* টিভিতে কোল্ড ড্রিংকস আর আইসক্রিমের বিজ্ঞাপন মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেল।
* রাস্তার পাশের শরবতের দোকানগুলোতে হঠাৎ করে মানুষজনের ভিড় বেড়ে গেলে!
* সোয়েটার পরানোর ভয় দেখিয়ে ছিনতাইকারীরা আপনার সর্বস্ত্র লুটে নেওয়ার হুমকি দিলে!