![বিশ্বকাপ শেষে পাঁচ সমস্যা](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-7765222865aba54a2e22deac2ef42606.jpg&w=144&h=96)
![মাঠে নামার আগে পগবা যা বললেন](https://bdup24.com/media/2018/07/janabd-6498fece50ede60a446812e25f080c7d.jpg)
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বিশ্বকাপের ফাইনালে আজ নামবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। এই মহারণের আগে হাস্যরস বিভাগ জরুরি এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিল ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবার। বলাই বাহুল্য, সাক্ষাৎকারটি শতভাগ কাল্পনিক।
হাস্যরস : কোন প্রশ্ন দিয়ে সাক্ষাৎকার শুরু হলে আপনি খুশি হবেন, মিস্টার পগবা?
পল পগবা : যে প্রশ্ন এখনো কেউ করেনি।
হাস্যরস : অ্যা? (মনে মনে, এই লোক তো ডেঞ্জারাস!) আচ্ছা, আমরা ওদিকে আর না যাই। গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, তাই আজেবাজে কথা না বলাই ভালো...
পগবা : আটকে গিয়ে এখন উল্টোগীত গাইছেন! হা হা হা...
হাস্যরস : ইয়ে মানে, জনাব পগবা, আমরা মূল বিষয়ে আসি। কেমন?
পগবা : আমি আপনাকে বিব্রত করতে চাই না। শুরু হোক আসল আলাপ।
হাস্যরস : বিশ্বকাপের ফাইনালে ওঠে গেলেন। অনুভূতি কী?
পগবা : ফিলিংস উড়াধুড়া।
হাস্যরস : এই মন্তব্য কতিপয় ফেসবুক ব্যবহারকারীর স্ট্যাটাসের মতো হয়ে গেল না?
পগবা : হয়ে গেলে মনে করেন হয়ে গেছে।
হাস্যরস : অ্যা? জনাব পগবা, আপনার কথাবার্তা কেমন কেমন যেন লাগছে।
পগবা : লাগবেই তো। বিশ্বকাপের ফাইনালে এসে কথাবার্তা সহজ করে বললে তো হবে না। একটা ভাবসাবের ব্যাপার আছে তো।
হাস্যরস : তাই নাকি! তা চ্যাম্পিয়ন কে হবে বলে মনে করছেন?
পগবা : যে হওয়ার, সে-ই হবে।
হাস্যরস : ক্রোয়েশিয়া তো এবার দারুণ খেলছে। সমালোচকরা বলছেন, ক্রোয়াটরা হৃদয় দিয়ে খেলছে বলেই ফাইনালে এসেছে। তারা নাকি এবার বিশ্বকাপ নিতে পারে?
পগবা : ক্রোয়েশিয়া কাপ নেবে? হা হা হা... হাসাইয়েন না, ভাই। আমরা কি ফাইনালে সেভেন আপ খেতে নামব?
হাস্যরস : সেভেন আপের কথা কেন বললেন? আপনি কী ব্রাজিল সমর্থকদের খোঁচা দিলেন?
পগবা : আপনি তো বড্ড চালাক। আমার কথাকে অন্যদিকে টেনে এনে ব্রাজিল সমর্থকদের কাছে আমাকে শত্রু বানাতে চাইছেন, না?
হাস্যরস : আরে না। ওই রকম কিছু না।
পগবা : বুঝি তো। শুনেন, আর্জেন্টিনাকে ফ্রান্স চার গোল দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করায় আর্জেন্টাইন সমর্থকরা ক্ষেপে আছে। এখন ব্রাজিল সমর্থকদের ক্ষেপানোর কোনো ইচ্ছে, অভিলাষ আমার নাই।
হাস্যরস : আপনার সাক্ষাৎকার দীর্ঘ করার কোনো ইচ্ছেও আমার নাই। শুভ বিদায়।
![বিশ্বকাপ শেষে পাঁচ সমস্যা](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-7765222865aba54a2e22deac2ef42606.jpg&w=144&h=96)
![যে কারণে মেসি, রোনালদো, নেইমার বিশ্বকাপের সেরা একাদশে](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-7fcdf08328377999dd2b51b924490364.jpg&w=144&h=96)
![ফুটবলের এই সাক্ষাৎকার না পড়লে জীবন বৃথা](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-1d86f9bc16adda5618ee040cbb860951.jpg&w=144&h=96)
![বিশ্বকাপের সেই আড্ডাটা আজ আর নেই](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-e6cf5cf38b21b845e05edc33689f8d70.jpg&w=144&h=96)
![বাংলাদেশিরা কেন ক্রোয়েশিয়া সমর্থন করে? : হ্যারি কেন](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-28f3924d1c130b337375d77e15538d48.jpg&w=144&h=96)
![হিরো আলমকে টপকে যাব : নেইমার](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-76bf387947ecd97560e5095ba4806045.jpg&w=144&h=96)
![ব্রাজিলের সম্মান রেখেছি : এমবাপে](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-2a25a44aa2d56571e4b82b4f40041b75.jpg&w=144&h=96)
![মজার ধাঁধা সমগ্র - ১০৫তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-0846e37d7c994c87aa8b4cfcf327c3b8.jpg&w=144&h=96)
![আজকের বাণী : ২৮ নভেম্বর, ২০১৮](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-92914b863caab3084c5cf0cb02e72b11.jpg&w=144&h=96)
![মজার ধাঁধা সমগ্র - ১০৪তম পর্ব](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-5899ced5a5635c96e464698715a70499.jpg&w=144&h=96)