ফ্রান্সের ফুটবল সুপারস্টার এমবাপে। পুরো টুর্নামেন্টে তাঁর অসাধারণ পারফরম্যান্সের কারণে তাঁর দল এখন ফাইনালে।
প্রিয় পাঠক, ভালো খেলার পুরস্কারস্বরূপ হাস্যরস নিয়েছে এমবাপের কাল্পনিক সাক্ষাৎকার। আসুন পড়ে নিই।
হাস্যরস : কেমন আছেন মামা?
এমবাপে : আমাকে মামা বলে সম্বোধন করছেন কেন?
হাস্যরস : আমাদের দেশে বস পাবলিক ভাই-ব্রাদারদের আমরা মামা বলে সম্বোধন করি।
এমবাপে : মজা পাইলাম। কাজের কথায় আসেন।
হাস্যরস : বেলজিয়ামকে হারিয়ে আপনারা এখন ফাইনালে। কেমন লাগছে?
এমবাপে : ব্রাজিলের সম্মান রেখেছি, এই জন্য ভালো লাগছে।
হাস্যরস : ব্রাজিলের সম্মান রাখছেন মানে?
এমবাপে : দেখেন, ব্রাজিলের চিরশত্রু আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাকে আমরা হারিয়েছি। এই জন্য আমরা ব্রাজিলের পক্ষের শক্তি।
হাস্যরস : ব্রাজিলের প্রসঙ্গ যেহেতু আসছে, একটা কথা বলি। নেইমারকে আপনার কী মনে হয়?
এমবাপে : নেইমার দুর্দান্ত একজন অভিনেতা। সে ফুটবল ছেড়ে থিয়েটার করলে অনেক ভালো করবে।
হাস্যরস : আপনাকে একটা তথ্য দিই। আমরা প্রথমে মেসির সাক্ষাৎকার নিয়েছি, ফলাফল আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ। পরে রোনালদো নিয়েছি, পর্তুগাল বাদ। তারপর যথাক্রমে নিয়েছি নেইমার ও লুকাকুর সাক্ষাৎকার । ফলাফল ব্রাজিল ও বেলজিয়াম বাদ। এখন আপনার সাক্ষাৎকার নিলাম। ফলাফল কী হতে পারে ফাইনালে?
এমবাপে : আগে বলেন ইংল্যান্ডের কারো সাক্ষাৎকার নিয়েছেন?
হাস্যরস : ইংল্যান্ডের হ্যারি ক্যানের সাক্ষাৎকার নিয়েছিলাম। কিন্তু বিভাগীয় সম্পাদক প্রকাশ করে নাই।
এমবাপে : তার মানে বিভাগীয় সম্পাদক ইংল্যান্ডের সমর্থন করে। আপনি আমার ভাই লাগেন, দয়া করে আমার সাক্ষাৎকার প্রকাশ কইরেন না।