এসব ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হলে

মজার সবকিছু May 15, 2016 1,908
এসব ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হলে

বাসের সিটে

আরে ভাই, বায়োমেট্রিক কি এই সিটের করছেন, নাকি আমার কান্ধের? মাথা সরান।


খেলার সরঞ্জামে

দোস্ত, হাতের ছাপ দিয়ে বল আর ব্যাটের বায়োমেট্রিক করে ফেললাম। কিন্তু আমার এই ফুটবলের কী হবে! পায়ের ছাপ দিয়ে বায়োমেট্রিক হবে তো?


বাসার জিনিসপত্রের

আমার বায়োমেট্রিক গামছা দিয়া হাত মুছলি কোন সাহসে?গামছাটা যে তারে ঝুলাইছস, সেইটা কিন্তু আমার বায়োমেট্রিক করা!


নিজের সম্পত্তির

আমার খেতে গরু ঢুকাইলি কেন?

তোর খেত! বায়োমেট্রিক করা আছে?