A beautiful mind (2001)

মুভি রিভিউ May 13, 2016 1,618
A beautiful mind (2001)

সংকেতলিপি নিয়ে এক গোপন কাজে গনিতবিদ জন ন্যাশের আত্মনিয়োগ করার পর দুর্বিষহ হয়ে ওঠা তার জীবন নিয়ে বায়োগ্রাফীধর্মী মুভি এটি। তিনি কয়েকজন মানুষকে দেখতে পান, তাদের সাথে কথা বলেন কিন্তু তিনি জানেন না এরা বাস্তবে নেই! একসময় কল্পপনার রাজ্যকে জয়, অতঃপর নোবেল অর্জন নিয়ে ব্যতিক্রমধর্মী মুভিটি থেকে অনেক কিছু শেখার আছে।