বিদেশী মুভি রিভিউ : বদ্রিনাথ কি দুলহানিয়া

মুভি রিভিউ March 13, 2017 4,605
বিদেশী মুভি রিভিউ : বদ্রিনাথ কি দুলহানিয়া

কাহিনী : নায়ক নায়িকার প্রথম দেখা এক বিয়েতে - নাচ কম্পিটিশন - নায়কের প্রেমে পড়া - নায়িকার পাত্তা না দেয়া - প্রথম অর্ধাংশ পুরোটাই প্রেডিক্টেবল রোমান্টিক কমেডিতে ভরপুর!


পরের অংশে কিছুটা মেলোড্রামা আর রক্ষণশীল সেই সমাজের কিছু চিত্র তুলে ধরা হয়েছে যেখানে নারী মানে হল - যাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠাতে হবে আর পুরুষ হল - এসেট!


ঝাসী বেসড সেট যেটার গোড়াপত্তন করেন এক রানী আর মুভির স্টোরি মিলিয়ে মুভিটিকে - নারী দিবসের মাসের জন্য আদর্শ মনে হয়েছে।


▶ভাল ও খারাপ লাগা :


মুভির ট্রেইলার রিলিজের পর বেশ আলোচনা হয়েছিলো । বিশেষ করে ডায়ালগ গুলো। সেখান থেকে বলা যায় পয়সা উসুল।


‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’- এর সময় সিদ্ধার্থ মালহোত্রা কে বরুন ধাওয়ান এর চেয়ে অনেক বেশী প্রমিসিং আর ট্যালেন্টেড মনে হয়েছিল - দুইজন ই সমান তালে তা ভুল প্রমান করেছে - বরুন এর কমিক টাইমিং আর ডায়ালগ ডেলিভারি এই জনরার ক্ষেত্রে সমসাময়িক দের মধ্যে বেটার।


আলিয়া ভাট - রোমান্টিক কমেডি তে তার অবস্থান ও বেশ শক্তপোক্ত করে তুলেছে ধীরে ধীরে - এই মুভিতে প্রথম অর্ধাংশ দুইজন মিলে ভালভাবে মাতিয়ে রেখেছে। বাসের ভেতর বরুন আর আলিয়ার দৃশ্য টা সবচেয়ে বেশি ভাল লেগেছে। ডায়ালগ গুলোও ছিলো মনমাতানো। আগের সিক্যুয়াল এর গান ভাল লেগেছিল বেশি।


অনেক দিন টিকে থাকার নয়। তবে ফুল টাইম উপভোগ্য একটা মুভি।


সূত্রঃ ইন্টারনেট