রহস্য ও থ্রিলারধর্মী এই মুভিতে ইউ এস মার্শাল টেডি ডেনিয়েলের (লিউনার্দো ডি ক্রেপিও) মানুষিক হাসপাতাল থেকে লাপাওা হওয়া এক খুনির খোঁজে শাটার আইল্যান্ডের আগমন। অতঃপর হাসপাতালে সেবার আড়ালে ভয়াবহ কার্যক্রমের রহস্য উদঘাটনের নিমিওে প্রমাণ খো্ঁজার ব্যর্থ প্রচেষ্টা । অবশেষে নিজেই হাসপাতালটির হারিয়ে যাওয়া মোষ্ট-ওয়ান্টেড রোগী হয়ে যাওয়া নিয়ে এ মুভির কৌতুহলউদ্দীপ্ত কাহিনী বেশ ইন্টারেষ্টিং। শেষ মুর্হূতের টেডি ডেনিয়েলের সহকর্মী চাক আউলের কাছে করা এই প্রশ্নটি "Which would be worse: to live as a monster or to die as a good man?" আর চাকের তখন "টেডি" বলে সম্বোধন করা আমার কাছে এখনো রহস্যময় লাগে।