কম্পিউটারে গেমস খেলা কি জায়েজ?

ইসলামিক শিক্ষা May 11, 2016 1,959
কম্পিউটারে গেমস খেলা কি জায়েজ?

প্রশ্ন : কম্পিউটারে গেমস খেলা কি জায়েজ আছে?


উত্তর : গেমস তো আসলে এক প্রকার নয়, বহু প্রকারের আছে। এখন কোন প্রকারের খেলার কথা বলছেন, সেটা আমি জানি না। বাকি যদি হারাম কোনো বিশেষ সম্পৃক্ত না থাকে আর সেখানে যদি সময়ের কোনো অপচয় না থাকে, তাহলে এটি হালাল হতে পারে। কিন্তু আজকে খেলার মধ্যে মূলত বিনোদনের নামে সময়ের যথেষ্ট অপচয় এবং হারাম জিনিস সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ফলে খেলার ওপর এখন সরাসরি ফতোয়া দেওয়ার সুযোগ নেই। সরাসরি বলার সুযোগ নেই যে এটা হালাল অথবা হারাম।


বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ