এবারের বিপিএলে মাঠে যখন লড়বে ৭টি দল, তখন পর্দার পেছনে কলকাঠি নাড়বেন ৭ কোচ। এর মধ্যে দেশি ৪ জন, ৩ জনই বিদেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরে কোন দলের কোচ কে, দেখে নেওয়া যাক।
এ মৌসুমেও ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। দেশের অন্যতম সেরা এই কোচকে একটু ‘আন্ডাররেটেড’ই বলা চলে। কথা কম কাজ বেশি- এই মন্ত্রে বিশ্বাসী বললেও ভুল হবে না। দেশের শীর্ষস্থানীয় অনেক ক্রিকেটারেরও কোচ তিনি।
গত আসরে বরিশালকে জিতিয়েছেন শিরোপা। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের ছায়া দল বাংলাদেশ টাইগার্স নিয়েও কাটে ব্যস্ত সময়। ক্রিকেটারদের সাথে তাই তার বোঝাপড়াটা দারুণ।
গত দুই আসরের ধারাবাহিকতায় এবারো সিলেট স্ট্রাইকার্সকে কোচিং করাবেন রাজিন সালেহ। কোচিং ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও রাজিনকে মোটাদাগে সফল কোচই বলা যায়। তার অধীনে প্রথমবার অংশ নিয়েই ফাইনাল খেলে সিলেট স্ট্রাইকার্স, যদিও গত আসরে দল ছিল মলিন।
রাজিন সিলেট বিভাগীয় দলেরও প্রধান কোচ। তার কোচিংয়ে এ বছর এনসিএলের লাল বলের ক্রিকেটে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জিতেছে সিলেট বিভাগ। আবার তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, জাকির হাসানের মতো সিলেট স্ট্রাইকার্সের লোকাল ক্রিকেটাররা তারই ছাত্র।
বিপিএলের ইতিহাসে অন্যতম সফল কোচ খালেদ মাহমুদ সুজন। বোর্ডের দায়িত্ব ছেড়ে পুরোপুরি মনোনিবেশ করেছেন কোচিংয়ে। এবার সুজন কোচিং করাবেন ঢাকা ক্যাপিটালসকে।
অতীতে তার অধীনে শিরোপা জয়ের রেকর্ড আছে ঢাকার ফ্র্যাঞ্চাইজির। জাতীয় দলের সাবেক অধিনায়কের অধীনে ঢাকা ক্যাপিটালস কেমন করে, তা দেখতে মুখিয়ে আছেন সবাই।
বিপিএলে চতুর্থ দেশি কোচ তালহা জুবায়ের। সাবেক এই ক্রিকেটার খুলনা টাইগার্সকে কোচিং করাবেন, গত মৌসুমেও ছিলেন দলটির কোচের ভূমিকায়। এ বছর তার পরামর্শেই স্কোয়াড সাজিয়েছে খুলনা, যেখানে তারুণ্য আর অভিজ্ঞতার দারুণ মিশেল রয়েছে।
বাকি তিন দলই নিয়োগ দিয়েছে বিদেশি কোচ। রংপুর রাইডার্স নিয়োগ দিয়েছে মিকি আর্থারকে। কিংবদন্তি এই কোচের অধীনে ইতোমধ্যে জিতেছে গ্লোবাল সুপার লিগ। চিটাগং কিংস কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শন টেইটকে, যিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন দল গঠনের সাথেও।
আর নামের দিক থেকে পিছিয়ে থাকলেও পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইজাজ আহমেদকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে চমক দেখিয়েছে দুর্বার রাজশাহী।
সূত্রঃ বিডিক্রিকটাইম