জাতীয় দলে ফেরার বিষয়ে যা বললেন তামিম ইকবাল

ক্রিকেট দুনিয়া December 29, 2024 171
জাতীয় দলে ফেরার বিষয়ে যা বললেন তামিম ইকবাল

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতের বিপক্ষে।


এই টুর্নামেন্টে দেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খেলবেন কি না, তা এখনও ধোঁয়াশায়। ডিসেম্বরের মাঝামাঝি বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, ধোঁয়াশার সুরাহা করতে তারা তামিমের সঙ্গে আলোচনা করবেন।


বিসিবির কোনো কর্তা কিংবা ফারুক তামিমের সঙ্গে এখনও কোনো আলোচনায় বসেননি। তেমন কথাই বললেন ড্যাশিং ওপেনার হিসেবে পরিচিত ক্রিকেটার। সোমবার (৩০ ডিসেম্বর) ফরচুন বরিশালের হয়ে বিপিএলের উদ্বোধনী ম্যাচ খেলার জন্য প্রস্তুত তামিমও জাতীয় দল নিয়ে এখন কিছু ভাবছেন না। তার মাথায় এখন শুধুই বিপিএল।


দুর্বার রাজশাহী ম্যাচের আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি এই মুহূর্তে বিপিএলের জন্য রেডি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সঙ্গে আলোচনা হয়েছে, না আমি কারো সঙ্গে কোনো কথা বলেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’


তামিমের বরিশালে এবার তারকা ক্রিকেটারদের মেলা। দেশসেরা টি-টোয়েন্টি ব্যাটার তাওহীদ হৃদয় আছেন, নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন ও শাহিন শাহ আফ্রিদিও এই দলে।


এত এত তারকা থাকায় দল সাজাতে হিমশিম খাবেন কি না, এমন প্রশ্ন হেসেই উড়িয়ে দিয়েছেন তামিম। ঘুম হারামের মতো কিছু হবে না বলেই উল্লেখ করলেন, আগের দিনই নাকি সাজিয়ে ফেলেছেন একাদশ। তার ওপেনিং পার্টনার হবেন নাজমুল হোসেন শান্ত।


তামিম বলেন, ‘না না, একদম প্রপারলি আমি জানি কারা খেলবে। আপনাদের একটাই প্রশ্ন, ওই শান্ত আমার সঙ্গেই ওপেন করবে। সো ভয়ের কিছু নেই।’


সূত্রঃ সময় টিভি অনলাইন