পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া May 31, 2024 147
পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ইংল্যান্ড

বিশ্বকাপের আগে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হয় পাকিস্তান ও ইংল্যান্ড। হেডিংলি ও কার্ডিফে সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। তবে শেষ দুই ম্যাচে বোলিং, ফিল্ডিং ও ব্যাটিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে জয় তুলে নেয় ইংলিশরা। এবার বিশ্বকাপ মিশনে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করবে ইংল্যান্ড।


সবশেষ বৃহস্পতিবার (৩১ মে) রাতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। এর মধ্য দিয়ে ২০২২ সালের অক্টোবরের পর ইংল্যান্ডের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয়।


এদিন ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করতে নেমে সফরকারী পাকিস্তান ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে তুলে ১৫৭ রান। স্বাগতিক ইংল্যান্ডের ছয় বোলারই পেয়েছেন উইকেটের দেখা, ২৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা লেগ স্পিনার আদিল রশিদ।


পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে শুরুটা বেশ ভালোই হয়েছিল। ৫.৫ ওভারে দুজন যোগ করেন ৫৯ রান। পাওয়ারপ্লের শেষ বলে জফরা আর্চারকে কাট করতে গিয়ে ওয়াইড স্লিপে ধরা পড়েন বাবর, পাকিস্তান প্রথম ধাক্কা খায় সেখানেই। ঠিক পরের ওভারে অধিনায়ককে অনুসরণ করেন রিজওয়ান।


বাবরের বিদায়ের পর তিনে নামা উসমান খান এক প্রান্তে ছিলেন, কিন্তু পাকিস্তানের মিডল অর্ডার সুবিধা করতে পারেনি মোটেও। ফখর জামান, শাদাব খান, আজম খান-তিনজন মিলে ১৫ বল খেলে করতে পারেন মাত্র ৯ রান। শাদাব ও আজমের অবশ্য সেখানে অবদান শূন্য। আজম পরে উইকেটকিপিংয়েও সহজ দুটি ক্যাচ ফেলেছেন, সব মিলিয়ে ওভালে আরেকটি ভুলে যাওয়ার মতো দিন কেটেছে এই উইকেটকিপার ব্যাটসম্যানের।


সফরকারীদের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে ফিল সল্ট ও জস বাটলারের ওপেনিং জুটি পাওয়ারপ্লেতেই তোলে ৭৮ রান। সপ্তম ওভারে ২৪ বলে ৪৫ রান করে সল্ট থামলে ভাঙে সে জুটি। সল্টসহ টপ অর্ডারের তিনজনকেই ফেরান হারিস রউফ, পাকিস্তানও নিতে পারে এই ৩ উইকেট। সল্ট, বাটলারের পর রানের দেখা পেয়েছেন উইল জ্যাকস, জনি বেয়ারস্টো ও হ্যারি ব্রুকও। সব মিলিয়ে ইংল্যান্ডের প্রস্তুতিটা হয়েছে বেশ ভালোই।


সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৫৭ (উসমান ৩৮, বাবর ৩৬, রিজওয়ান ২৩, ইফতিখার ২১; লিভিংস্টোন ২/১৭, রশিদ ২/২৭, উড ২/৩৫)

ইংল্যান্ড: ১৫.৩ ওভারে ১৫৮/৩ (সল্ট ৪৫, বাটলার ৩৯, বেয়ারস্টো ২৮*, জ্যাকস ২০, ব্রুক ১৭; রউফ ৩/৩৮)

সিরিজ: ইংল্যান্ড ২-০-তে জয়ী

ম্যাচসেরা: আদিল রশিদ (ইংল্যান্ড)

সিরিজসেরা: জস বাটলার (ইংল্যান্ড)।


সূত্রঃ চ্যানেল ২৪