মেসির গোলও জেতাতে পারল না ইন্টার মায়ামিকে

ফুটবল দুনিয়া May 30, 2024 188
মেসির গোলও জেতাতে পারল না ইন্টার মায়ামিকে

দলে ফিরে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। কিন্তু রক্ষণ দূর্বলতা আর একের পর এক সুযোগ হাতছাড়ার জেরে জেতাতে পারলেন না দলকে। ঘরের মাঠে আটালান্টা ইউনাইটেডের কাছে হেরে গেছে তার নেতৃত্বাধীন দল ইন্টার মায়ামি।


ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে সফরকারীদের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে মায়ামি। মেজর লিগ সকারে টানা দশ ম্যাচ পর হারের স্বাদ পেল জেরার্দো মার্তিনোর দলটি।


সাবা লবজানিজির জোড়া গোলে আটালান্টা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল শোধ দেন মেসি। কিন্তু শেষ রক্ষা হয়নি। খানিক পর জামাল থিয়ারির গোলে ব্যবধান বাড়ায় আটালান্টা।


বল দখলে এগিয়ে থাকলেও প্রত্যাশিত আক্রমণ শানাতে পারেনি পূর্ণ শক্তির মায়ামি। ৬১ শতাংশ বলের দখল রেখে নেওয়া ১১টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে ৩৯ শতাংশ বলের দখল নিয়েও ২২টি শটের ৭টি লক্ষ্যে রাখতে পারে আটালান্টা।


ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত মায়ামি। কিন্তু বাম প্রান্ত থেকে জর্দি আলবার দেওয়া দারুণ ক্রসে নেওয়া হেড লক্ষ্যে রাখতে পারেননি মেসি। খানিক পর সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেস।


১৯তম মিনিটে দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ে ভিতরে ঢুকে ডান প্রান্তে বল বাড়ান মেসি। সতীর্থের পা ঘুরে অনেকটা ফাঁকায় বল পেয়ে যান সুয়ারেস। কিন্তু উরুগুয়ান অভিজ্ঞ স্ট্রাইকার শট নেন গোলরক্ষক বরাবর।


থেমে থাকেনি আটালান্টাও। মায়ামির রক্ষণের দূর্বলতা এদিন ফুঁটে উঠেছে বেশ। ৪৪তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে অনেকটা এগিয়ে দূরপাল্লার উঁচু শটে কাঙ্খিত জালের দেখা পান লবজানিজি। এসময় তাকে বাধা দিতে এগিয়ে যায়নি রক্ষণের কোনো খেলোয়াড়।


৬২তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান কমান মেসি। প্রতিযোগিতায় ১১ ম্যাচে আর্জেন্টাইন তারকার এটি ১১তম গোল। আসরে সর্বোচ্চ ৯টি অ্যাসিস্টও আছে তার।


৭৩তম মিনিটের করা জামালের গোলেও ছিল রক্ষণ দূর্বলতার ফল। ৯ মিনিট পর সহজ সুযোগ হাতছাড়া করেন জামাল, খানিক পর এডুইন মসকুয়েরা। নইলে আরও বড় ব্যবধানে জয় পেতে পারত আটালান্টা।


একই দিন ন্যাশভিলের কাছে সিনসিনাটি ২-০ গোলে হেরে যাওয়ায় ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়নি মায়ামির। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছিয়ে সিনসিনাটি। তালিকার ১২ নম্বরে আটালান্টা।


সূত্রঃ ইনকিলাব অনলাইন