টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের দেখাতেই সিরিজ হেরেছে টাইগাররা।
বাজে খেলার ফলও হাতেনাতে পেয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাম্প্রতিক সিরিজগুলোতে টপ অর্ডারদের ব্যর্থতা পুরোনো বিষয়। তারা তো পিছিয়েছেনই, র্যাঙ্কিংয়ে বিপর্যয় ঘটেছে বোলারদেরও।
বিশ্বকাপের আগে আজ (বুধবার) আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে ব্যাটার ও বোলারদের শীর্ষ অবস্থানে তেমন পরিবর্তন হয়নি। স্বাভাবিকভাবে সংক্ষিপ্ত ফরম্যাটটিতে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানও শীর্ষ সারিতে থাকার কথা নয়।
দলীয় সাফল্যই যে সেভাবে টাইগারদের পক্ষে নেই। তবে আগের অবস্থান থেকেও পিছিয়ে গেছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা।
টি-২০ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান ছিলেন লিটন। সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খোঁজা এই উইকেটরক্ষক ব্যাটার এখনো শীর্ষেই আছেন। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন ৫ ধাপ। টি-২০ ব্যাটিংয়ে তিনি ৩৫ থেকে ৪০-এ নেমে গেছেন।
যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ে সিরিজে লিটনের মতোই রান পাননি সাকিব-শান্তরাও। ৪ ধাপ পিছিয়ে শান্ত ৪৫, মাহমুদউল্লাহ রিয়াদ ২ ধাপ পিছিয়ে ৭৭ এবং সাকিব ৩ ধাপ পিছিয়ে ৮২ নম্বরে নেমে গেছেন। জাতীয় দলে অনিয়মিত আফিফ হোসেন পিছিয়েছেন ১০ ধাপ (৮৮)।
টাইগার ক্রিকেটারদের এমন র্যাঙ্কিং বিপর্যয়ের মাঝে ব্যতিক্রম তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। সাম্প্রতিক সময়ে টি-২০তে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার হৃদয়।
জিম্বাবুয়ে সিরিজে অভিষেকের পর এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনটি ফিফটি করেছেন তরুণ ওপেনার তামিমও। এমন পারফরম্যান্সের সুবাদে হৃদয় ১২ ধাপ এগিয়ে ৬০ এবং তানজিদ ৩৪ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে ওঠে এসেছেন।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ারসেরা ১০/৬ বোলিং ফিগার পেয়েছিলেন মুস্তাফিজ। বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি ২ ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে ফিজের অবস্থানই সবার ওপরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে লেগস্পিনার রিশাদও বড় লাফ দিয়েছেন। ৩৮ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উন্নীত হয়েছেন তিনি। এছাড়া পেসার হাসান মাহমুদ ১ ধাপ (৫৬) এগিয়েছেন। তবে তাসকিন-শরিফুলদের অবস্থান দেখে হতাশ হতেই পারেন টাইগার ক্রিকেটভক্তরা।
যদিও তাসকিন ইনজুরির কারণে সাম্প্রতিক টি-২০তে কিছুটা অনিয়মিত। কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারেননি শরিফুলও। তাসকিন ৫ ধাপ পিছিয়ে ২৮, সাকিব ১ ধাপ পিছিয়ে ৩১, শেখ মেহেদী ৩ ধাপ পিছিয়ে ৩২, শরিফুল ৩ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন।