নামিবিয়ার বিপক্ষে কোচ আর নির্বাচকদের মাঠে নামালো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া May 29, 2024 154
নামিবিয়ার বিপক্ষে কোচ আর নির্বাচকদের মাঠে নামালো অস্ট্রেলিয়া

নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন ৯ জন। ঘাটতি পূরণ করতে কোচ আর নির্বাচকদেরও মাঠে নামিয়েছে অজিরা। সেই টোটকা কাজেও দিয়েছে। প্রধান নির্বাচক জর্জ বেইলি এবং ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেচ নেমেছিলেন মাঠে। বেশ কয়েক ওভার খেলেছিলেন দুজনেই। অধিনায়ক মিচেল মার্শ মঙ্গলবার বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিতেই মাঠে নামেন তারা দুজন।


জর্জ বেইলি নিজের সময়ে ছিলেন অস্ট্রেলিয়ার সেরা ফিল্ডারদের মধ্যে একজন। ৪১ বছর বয়েসী সাবেক এই অধিনায়ক বর্তমানে কাজ করছেন প্রধান নির্বাচক হিসেবে। আর বোরোভেচ ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটরক্ষক। দুজনকেই দেখা গিয়েছে হাসিমুখে ফিল্ডিং করতে। দুজনে ক্যাচও নিয়েছেন দলের হয়ে।


পরবর্তীতে ব্যাটিং কোচ ব্র্যাড হজ এবং হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড যোগ দেন দলের সঙ্গে। সেইসময় মাঠ থেকে উঠে গিয়েছিলেন অধিনায়ক মিচেল মার্শ এবং বোলার জশ হ্যাজেলউড।


তবে কোচ-নির্বাচকদের মাঠে নামিয়েই জয় পেতে কোনো সমস্যাই হয়নি অস্ট্রেলিয়ার। বল হাতে প্রতিপক্ষ নামিবিয়াকে ১১৯ রানেই আটকে ফেলে অজিরা। পরবর্তীতে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের এক ফিফটিতেই রাস্তা সহজ হয়ে যায় অস্ট্রেলিয়ার জন্য।


নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার এমন বিপত্তির কারণ মূলত আইপিএল। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ লিগের পর্দা নেমেছে গতকাল রোববার। যেখানে ফাইনালে ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের তিন খেলোয়াড়।


সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন প্যাট কামিন্স ও ট্রাভিস হেড। আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে ছিলেন মিচেল স্টার্ক। আর তাদের প্রত্যেকেই স্বল্প সময়ের ছুটিতে অস্ট্রেলিয়াতে পরিবারের কাছে যাওয়ার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


সূত্রঃ ঢাকা পোস্ট