এমন লজ্জাজনক হারের পর যা বললেন অধিনায়ক শান্ত

ক্রিকেট দুনিয়া May 22, 2024 396
এমন লজ্জাজনক হারের পর যা বললেন অধিনায়ক শান্ত

আন্তর্জাতিক ক্রিকেটে বড় অর্জন বলতে একবার কেবল আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। সেই দলটাই এবার হারিয়ে দিল পূর্ণ শক্তির বাংলাদেশ দলকে। আইসিসির দ্বিতীয় পূর্ণ সদস্য দল হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন লজ্জার হারের পর উইকেটের দোষ দিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।


হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবার (২১ মে) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। টাইগারদের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।



ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টেই বাংলাদেশকে ছাপিয়ে গিয়ে জয় ছিনিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন হারের পর পুরস্কার বিতরণীতে এসে উইকেটের দোষ দিয়েছেন অধিনায়ক শান্ত, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।’


ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান করে বাংলাদেশ। যেখানে যুক্তরাষ্ট্র ২ উইকেট হারিয়ে করেছে ৬৬ রান। শেষ ৫ ওভারে বাংলাদেশের রান ছিল ৪১, যেখানে ওই পাঁচ ওভারে যুক্তরাষ্ট্র করেছে ৫৭ রান। ব্যাটিংটাই যে বড় পার্থক্য গড়ে দিয়েছে দুদলের ইনিংসে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক শান্তও বলেছেন সেটাই।


শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।’


ডেথ ওভারের পেসারদের এলোমেলো বোলিংকেও হারের অন্যতম কারণ মনে করছেন শান্ত, ‘সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।’


সূত্রঃ সময় টিভি অনলাইন