টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে হেরে গেলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া May 11, 2024 368
টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে হেরে গেলো পাকিস্তান

পাকিস্তানের মুখোমুখি হয়ে নিজেদের ইতিহাসে প্রথম জয়গাঁথা রচনা করলো আয়ারল্যান্ড। পাকিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ছুঁয়ে ৫ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা।


টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে (১) হারায় পাকিস্তান। তবে সাইম আইয়ুব ও বাবর আজমের ৮৫ রানের জুটি বড় সংগ্রহ গড়ার সুযোগ এনে দেয়।


আইয়ুব ২৯ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৫ রানে থামেন। বাবর ৪৩ বলে ৫৭ রান করে ফিরে যান। পরে ইফতিখারের ১৫ বলে তিনটি করে চার-ছয়ে সাজানো ৩৭ রানের ইনিংসে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান।


জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। সে সময় বালবির্নি ও হ্যারি টেকটরের জুটিতে লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা। দুজনের ৭৭ রানের জুটি ভেঙে গেলে আবারও হারের শঙ্কা জাগে। টেকটর ফেরেন ৩৬ রান করে।


তবে জর্জ ডকরেল ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলে দলের জয় নিশ্চিতে অবদান রাখেন। ১২ বলে দুটি করে চার ও ছয়ে ২৪ রান করে আউট হন ডকরেল। ১৬ রান বাকি থাকতে বালবির্নি ৫৫ বলে ১০ চার ও ২ ছয়ে ৭৭ রান করে ফেরেন। শেষ দিকে কার্টিস ক্যাম্ফারের করা ৭ বলে ১৫ রানের ইনিংসটি দলকে জয়ের বন্দরে পৌঁছায়।


আগামী ১২ ও ১৪ মে সিরিজের বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সবশেষ ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল আইরিশরা।