অসুস্থ হরিণের গল্প

উপদেশমূলক গল্প May 8, 2016 5,814
অসুস্থ হরিণের গল্প

অসুস্থ হওয়ায় এক হরিণ চুপটি করে নিজের আস্তানায় শুয়ে ছিল। তার আত্মীয়-স্বজন, ইয়ার-দোস্তরা দলে দলে তাকে দেখতে এল। তার শরীরের খোঁজ- খবর নেওয়ার সাথে সাথে তারা সবাই তার সঞ্চিত খাবারেও খানিকটা করে ভাগ বসিয়ে গেল। হরিণটা যে শেষ পর্যন্ত মারা পড়ল সেটা যত না অসুখে ভুগে, তার থেকেও বেশী করে খাবারের অভাবে।


উপদেশ : খারাপ সঙ্গীরা ভাল করার চেয়ে অনিষ্টই করে বেশী।