-মূল্য
একজন বক্তা একটি ১০০০ টাকার নোট হাতে নিয়ে তাঁর সেমিনার শুরু করলেন।
তিনি বললেন “এই রুমে ২০০ জন অতিথির মধ্যে, কে এই ১০০০ টাকার নোটটি পছন্দ করেন? হাত উপরে তুলুন”
সবাই হাত উপরে তুলতে লাগল… তিনি বললেন “আমি এই নোটটি আপনাদের যেকোনো একজন কে দিতে যাচ্ছি”।
কিন্তু প্রথমে আমাকে একটা কাজ করতে দিন। তিনি নোটটি হাত দিয়ে ভাঁজ করে ফেললেন। তারপর তিনি বললেন “কে এখন এই নোটটি চান?” এখন সবার হাত উপরেই আছে।
“ঠিক আছে” তিনি বললেন “আমি যদি এইরকম করি তাহলে নোটটি কি আপনারা নিবেন?”
তিনি নোটটি ফ্লোর এ ফেলে দিলেন এবং তার জুতার সঙ্গে মেঝেতে মর্দন করা শুরু করলেন। তারপর তিনি তা আবার হাতে নিলেন এবং বললেন,
যা আমাদেরকে অনেক নিচে ফেলে দেয়,সবার থেকে অনেক পিছিয়ে পরতে হয়, হতাশায় মুচড়ে যায়,
আপনি মনে করতে পারেন আপনার দ্বারা কিছুই হবে না…
কিন্তু কি ঘটেছে বা কি ঘটবে তা কোন ব্যাপার না কারন আপনি কখনো আপনার মূল্য হারাবেন না।
“মূল্যেরও মূল্য আছে যদি ঐ মূল্যকে মুল্যায়িত করা যায়”
আপনি সত্যিই বিশেষ কিছু, এটা কখনো ভুলবেন না! এবং গতকালকের হতাশা দিয়ে আগামীর স্বপ্নকে কখনো ঢেকে ফেলতে দিবেন না।
“দেখুন নোটটি কিন্তু দুমড়ানো এবং নোংরা হয়ে গেছে, এখনও কি আপনারা নিবেন? কিন্তু এখনও সবার হাত উপরেই আছে।
“আমার বন্ধুরা” তিনি বললেন, “নোটটিকে কি করেছি এটা কোন ব্যাপার না, যতই নোংরা এবং লাট করিনা কেন আপনারা এখনও এটি চাচ্ছেন কারন “নোংরা এবং লাট” করাতে নোটটির মূল্যকে মোটেই কমিয়ে দেইনি।
এটি এখনও ১০০০টাকাই আছে।
ঠিক তেমন, অনেক সময় আমাদের জীবনেও এমন কিছু পরিস্থিতি আসে যার কারনে এমন কিছু ভাল বা খারাপ সিদ্ধান্ত নিতে হয়,
যা আমাদেরকে অনেক নিচে ফেলে দেয়,সবার থেকে অনেক পিছিয়ে পরতে হয়, হতাশায় মুচড়ে যায়,
আপনি মনে করতে পারেন আপনার দ্বারা কিছুই হবে না…
কিন্তু কি ঘটেছে বা কি ঘটবে তা কোন ব্যাপার না কারন আপনি কখনো আপনার মূল্য হারাবেন না।
“মূল্যেরও মূল্য আছে যদি ঐ মূল্যকে মুল্যায়িত করা যায়”
আপনি সত্যিই বিশেষ কিছু, এটা কখনো ভুলবেন না! এবং গতকালকের হতাশা দিয়ে আগামীর স্বপ্নকে কখনো ঢেকে ফেলতে দিবেন না।
(কপি পেস্ট)