ফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনার কারন জানালেন তাসকিন

ক্রিকেট দুনিয়া May 10, 2024 369
ফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনার কারন জানালেন তাসকিন

চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজুর রহমান। যেকানে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। তবে আসরের মাঝপথেই তাকে দেশে ফিরতে হয়েছে। এই বিষয়টি নিয়ে সবখানেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।


ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ দল। এই সিরিজের প্রথম ম্যাচ স্কোয়াডে ছিলেন না মুস্তাফিজ। তবে শেষ দুই ম্যাচের জন্য দলে নেয়া হয়েছে তাকে। মূলত এ কারণেই তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।


বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে মুস্তাফিজ এবারের আইপিএলে অনেক ভালো করেছে। আমার মনে হয় ওকে আনার কারণ টিম প্ল্যানিং ও কালচারে যাতে ভূমিকা রাখতে পারে। একইসাথে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থা, কারণ ও আমাদের মূল বোলার। আইপিএল ভালো কেটেছে, যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছে। সবাই ফ্রেশ ও ফিট থাকলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’


টাইগার পেসারদের নিয়ে তিনি আরো বলেন, ‘আগের চেয়ে অনেক বেশি ফাস্ট বোলার উঠে আসছে এটা অনেক ভালো লক্ষণ। জাতীয় দলে পেসাররা আগের চেয়ে ধারাবাহিক হয়েছি এটা ঘরোয়া ক্রিকেটেও অনুপ্রেরণা দেয়। সুযোগ পেলে আমাদের পেসাররা যদি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগও খেলে, সব মিলিয়ে উন্নতি আরো বেশি হবে।’


এই টাইগার পেসারের কথায়, ‘ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক ভালো হয়েছে। সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস, লাইফস্টাইল এবং মেইনটেইন্যান্স। এই জিনিসগুলো সহায়তা করছে বোলারদের ভালো করতে। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে।’