অবশেষে লিটনকে নিয়ে মুখ খুললেন পাপন

ক্রিকেট দুনিয়া May 5, 2024 1,988
অবশেষে লিটনকে নিয়ে মুখ খুললেন পাপন

জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও তার ওপর এখনো ভরসা রেখেছে বিসিবি। এরই মাঝে লিটনকে নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


শুক্রবার (৩ মে) জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচটিতে মাত্র ১ রান করে বিদায় নেন লিটন দাস। সেই বিষয়ে শনিবার (৪ মে) কথা বলেছেন নাজমুল হাসান পাপন।


বিসিবি সভাপতি বলেন, ‘লিটন দাসকে নিয়ে জালাল ইউনুসের সঙ্গে কথা হয়েছে। ওর সমস্যা কোথায় বের করতে হবে। কোচদের সঙ্গেও কথা বলব। তানজিদ তামিমের ফিফটি ভালো লেগেছে। ধারাবাহিক রান করতে হবে।’


এদিকে শুরুতে দ্রুত উইকেট নিলেও পরে তা ধরে রাখতে না পারা নিয়ে পাপন বলেন, ‘শুরুর দিকে বাংলাদেশের বোলিং দেখে ভালো লেগেছে। ৭ উইকেট পড়ার পর জিম্বাবুয়ের এতো রান করা, এটা আমাদের পুরোনো রোগ। এটা থেকে বের হতে হবে।’


রোববার (৫ মে) সিরিজের দ্বিতীয় টি-২০তে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচটিও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।