বিশ্বের পঞ্চম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে নেতৃত্ব তুলে দেয়া হয়েছে অলরাউন্ডার রশিদন খানের হাতে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে দল ঘোষণা করে এসিবি।
আফগানিস্তানের ঘোষিত ১৫ সদস্যের দলে অলরাউন্ডারই রয়েছেন ৬ জন। দলে সবচেয়ে বড় চমক দুই তরুণ ১৯ বছর বয়সী মোহাম্মদ ইশাক ও ২০ বছর বয়সী নাঙ্গিয়াল খারোতির ডাক পাওয়া।
২০ বছর বয়সী অলরাউন্ডার খারোতি গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৫.৯০ ইকোনমিতে নিয়েছিলেন ৫ উইকেট। সেই পারফরম্যান্স নির্বাচকদের মন জিতে নেয়ায় জায়গায় হয় বিশ্বকাপ দলে।
অন্যদিকে চলতি বছর অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী ইশাকের। এখন পর্যন্ত ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তাকের মূলত রহমানউল্লাহ গুরবাজের পর দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসেবে দলে নেয়া হয়েছে।
রশিদ খান ও নাঙ্গিয়াল খারোতির সঙ্গে দলের বাকি অলরাউন্ডার হলেন অভিজ্ঞ মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব ও করিম জানাত। যেখানে শেষে তিনজন পেস বোলিং অলরাউন্ডার। পেস ইউনিটে নাভিন উল হক ও ফজলহক ফারুকির সঙ্গে রাখা হয়েছে ফরিদ মালিককে। সেই স্পিনে রয়েছেন মুজিব উর রহমানের সঙ্গে নুর আহমেদ।
সবচেয়ে বড় চমক ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের মূল দলে জায়গা না পাওয়া। তবে তাকে সেদিকউল্লাহ অটল ও সালিম সাফিকের সঙ্গে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।
আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।
রিজার্ভ খেলোয়াড়
হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।
সূত্রঃ চ্যানেল ২৪