টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া April 30, 2024 463
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো ইংল্যান্ড

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ জোফরা আর্চারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। মঙ্গলবার (৩০ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করে বর্তমান চ্যাম্পিয়নরা। জস বাটলারের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া বাঁহাতি স্পিনার টম হার্টলি। এছাড়া পেস অলরাউন্ডার ক্রিস জর্ডানও রয়েছেন ঘোষিত দলে।


ক্রিস ওকস ইনজুরিতে ছিটকে যাওয়ায় বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন জর্ডান। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিলো ইংলিশরা। ওই বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে দারুণ ভূমিকা রাখা বেন স্টোকস আগেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এবার ওকসও ছিটকে যাওয়ায় আগের আসরের বড় দুই তারকাকে পাচ্ছে না ইংলিশরা।


ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড :

জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহ-অধিনায়ক), স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড, রিচ টপলি।


সূত্রঃ চ্যানেল ২৪