জাতীয় দলে কবে ফিরবেন তামিম জানালেন পাপন

ক্রিকেট দুনিয়া April 28, 2024 484
জাতীয় দলে কবে ফিরবেন তামিম জানালেন পাপন

সকলের প্রশ্ন জাতীয় দলের জার্সিতে আবার কবে মাঠে নামছেন তামিম ইকবাল? অবসর ভেঙে একটি ম্যাচ খেলা তামিমকে লাল সবুজ জার্সিতে আর দেখা যাবে কিনা তা খোদ জানে না দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিও।


তবে জানা গিয়েছিল বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পরেই জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সেই বৈঠকের আগেই তামিম ইস্যুতে কথা বললেন বোর্ড সভাপতি ও ক্রীড়ামন্ত্রী। জানালেন তামিমের ফেরা নিয়ে সবশেষ তথ্য।


রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় তামিম জাতীয় দলে কবে ফিরবেন। এমন প্রশ্নে পাপন বলেন, লাস্ট ওর সঙ্গে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথম জালাল ইউনুস অপারেশন্সের এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সঙ্গে বসবে।


ওনাদের সঙ্গে বসেছে, এখন আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।


এদিকে তামিম জাতীয় দলের হয়ে না খেললেও চলতি বছর ফরচুন বরিশালের হয়ে বিপিএলে মাতিয়েছেন। সেই সঙ্গে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপাও এনে দিয়েছেন। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও। এছাড়া ডিপিএলে প্রাইম ব্যাংকের জার্সিতেও বেশ রানের মধ্যেই আছেন এই বাঁহাতি ওপেনার।


সূত্রঃ চ্যানেল ২৪