জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ইতোমধ্যেই আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই সিরিজের জন্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সেই দলের অধিনায়ক সিকান্দার রাজা বর্তমানে খেলছেন আইপিএলে।
চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন জিম্বাবুয়ের অন্যতম সেরা ক্রিকেটার সিকান্দার রাজা।তাই মনে করা হচ্ছে বাংলাদেশ সিরিজে শুরুতে হয়তো নাও থাকতে পারেন তিনি। তবে এই অলরাউন্ডার জিম্বাবুয়ের এক অনলাইন পোর্টালকে জানান, ‘আমি সেখানে (বাংলাদেশ সিরিজে) থাকবো ইনশাআল্লাহ। এর জন্যে আমি আইপিএল ছাড়ছি।’
আইপিএলে নিজের দল পাঞ্জাব কিংসকে ইতোমধ্যে নিজের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন এই জিম্বাবুয়ের কাপ্তান। চলতি মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকার ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটকে আমি কথা দিয়েছি, আমি কখনো সীমিত ওভারের (টি-টোয়েন্টি) ম্যাচগুলো মিস করবো না। এই লিগকে ছেড়ে যেতে হলেও।’
দেশপ্রেমী এই ক্রিকেটার মনে করেন যে, ‘যদি জিম্বাবুয়ে দল আমাকে ৩ দিন পরই খেলার জন্য বলে, আর বিপক্ষ দল যদি নাইজেরিয়াও হয়। তবুও কিছুই যায় আসে না আমার। জিম্বাবুয়ে দল যদি আমাকে চায়, সিরিজ খেলার জন্য আমি পিএসএল ছেড়ে দেবো। আইপিএলও যদি হয় আমি আইপিএলও ছেড়ে দেবো। সিপিএল, গ্লোবাল টি-টোয়েন্টি, আইএলটি, যত বড়ই লিগ হোক না কেন’
আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোয়ালিফাইড হতে পারেনি জিম্বাবুয়ে। সেই সময় ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার কথা আছে রাজার। তবে সেখানেও শেষ পর্যন্ত থাকতে পারবেন না এই অলরাউন্ডার। বিশ্বকাপ শেষে ভারতের বিপক্ষে সিরিজ থাকার কারণে ব্লাস্টের মাঝেই নর্দাম্পটনশায়ারকে ছেড়ে আসতে হতে পারে জিম্বাবুয়ের প্রাণ রাজাকে।
উল্লেখ্য, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৪৬৬৮ রানের সাথে বোলিং করে ১৩৩ টি উইকেট শিকার করেছেন সিকান্দার রাজা।