জাতীয় দলে ফেরার প্রশ্নে যা বললেন সুনীল নারিন

ক্রিকেট দুনিয়া April 23, 2024 337
জাতীয় দলে ফেরার প্রশ্নে যা বললেন সুনীল নারিন

ব্যাটে-বলে এমন দুর্দান্ত নারিনকে আসন্ন বিশ্বকাপে দেখতে চান অনেকেই। উইন্ডিজের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক রভম্যান পাওয়েল সরাসরিই বলেছেন, গত ১ বছর ধরেই নাকি নারিনকে জাতীয় দলে ফিরতে বলছেন তিনি।


অবশ্য নারিনের পারফরম্যান্সই এমন, তাকে ফেরানোর জন্য আবদার করা যেতেই পারে। চলতি আইপিএলে টুর্নামেন্টের সেরার তালিকায় সবার ওপরে আছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছেন ৫৬ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন।


এখন পর্যন্ত নয় উইকেট নিয়েছেন ২২.১১ গড়ে। সেটাও মাত্র ৭.১০ ইকোনমি রেটে। এমন একজনকে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের জন্য বড্ড দরকার উইন্ডিজের। তবে সুনীল নারিন জানিয়েছেন, জাতীয় দলে ফেরার জন্য তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। নিজেই বলেছেন, জাতীয় দলে ফেরা আর সম্ভব না তার পক্ষে।


কলকাতা নাইট রাইডার্সের স্বাক্ষরিত এক বিবৃতিতে নিজের মন্তব্য জানিয়েছেন সুনীল নারিন, ‘আমি সত্যিই খুশি এবং মুগ্ধ হয়েছি যে সম্প্রতি আমার পারফরম্যান্স অনেক লোককে সরাসরি আমাকে অবসর থেকে বেরিয়ে আসার এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে।’


আমি সেই সিদ্ধান্তে সম্মানের সঙ্গেই গ্রহণ করছি এবং আমি কখনই হতাশ করতে চাই না। তবে সেই দরজাটি (জাতীয় দলে ফেরা) এখন বন্ধ এবং আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুনে যারা মাঠে নামবে তাদের সমর্থন করব।’


সুনীল আশাবাদী ঘরের মাঠে উইন্ডিজের ক্রিকেটাররা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করবে, ‘ছেলেরা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং তারা আরেকটি খেতাব জিততে সক্ষম, সেটা আমাদের অসাধারণ ভক্তদের দেখানোর জন্য যোগ্য। আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শুভকামনা জানাই।’


সূত্রঃ ঢাকা পোস্ট