পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া April 22, 2024 335
পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

পাকিস্তানের রাওয়াল পিণ্ডি স্টেডিয়াম এক রাতের ফারাকে দুই ভিন্ন রুপে মাঠ ছাড়ল বাবর আজমের দল। শনিবার পেসারদের বোলিং তোপে নিউজিল্যান্ডকে ৯০ রানে গুটিয়ে দিয়ে বড় জয় পেয়েছিল পাকিস্তান। জিতেছিল সাত উইকেটে। রবিবার পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে অনায়স জয় নিউজিল্যান্ডও।জয়ের ব্যবধানও ঠিক সাত উইকেটে।


রাওয়ালপিন্ডিতে রোববার স্বাগতিকদের ১৭৮ রান ১০ বল আর সাত উইকেট হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড।নিয়মিত বেশির ভাগই আইপিএলে ব্যস্ত থাকায় পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সারি দল পাঠিয়েছিল কিউইরা।


শক্তিমান তাই অনেক এগিয়ে থাকা বাবর আজমদের সিরিজ জয় সহজই হবে বলে ধারণ করা হচ্ছিলনা। তবে দারুণ এ জয়ে যেন পাল্টা বার্তাই দিয়ে রাখল নবীনদের নিয়ে গড়া নিউজিল্যান্ড দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।


এদিন টস হেরে ব্যাট কর‍তে নেমে স্বাগতিকদের শুরটা হয়েছিল দারুণ।আগের ম্যাচ ব্যর্থ দুই পাক ওপেনার সাইয়ুম আইয়ুব ও বাবর আজম দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন। দুজনে মিলে ৬.২ ওভারে যোগ করেন ৫৫ রান। ২২ বলে ৩২ রান করে ফিরেন আইয়ুব।


দলীয় ৮৫ রানে আউট হওয়ার আগে বাবর আজমের ব্যাট থেকে আসে ৩৭ রান। পায়ের পেশিতে টান পড়ে রিজওয়ান ব্যাক্তিগত ২২ রানে মাঠ ছাড়লে চাপে পড়ে পাকিস্তানে এর পাকিস্তানকে ১৭০ রান পার করানোর মূল কাজটা করেন শাদাব খান।তার ২০ বলে এই লেগ স্পিনিং আলরাউন্ডারের ৪১ রানের ঝড়ো ইনিংসেই লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান।


জবাব দিতে কিউইদের শুরুটাও হয়েছিল ভালো।টিম রবিনসন ও টিম সাইফার্টের ৪২ রানের ওপেনিং জুটি পথ দেখাচ্ছিল অতিথিদের। সাত বলের ব্যবধানে দুজনকেই ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। সেই নিয়ন্ত্রণ আরও শক্ত হতে পারতো চ্যাপম্যানের সহজ ক্যাচ নাসিম শাহ না ছাড়লে।জীবন পেয়ে এই বাঁহাতি খেললেন বিস্ফোরক এক ইনিংস।


তৃতীয় উইকেটে ডিন ফক্সক্রফটকে নিয়ে ৬৮ বলে যোগ করেন ১১৭ রান।যার বেশিরভাগই আসে চ্যাপম্যানের ব্যাট থেকে।ফক্সক্রফট ৩১ রানে ফিরলেও ৪২ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসে নিউজিল্যান্ড লক্ষ্যে পৌঁছে গেল ১০ বল আর ৭ উইকেট বাকি রেখে।


সূত্রঃ ইনকিলাব অনলাইন