আইপিএলে চলমান আসরে বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়ও রয়েছেন তিনি।
এবার আইপিএল অধ্যায় বড় হচ্ছে না মুস্তাফিজের। শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত অনুমতি নেওয়া ছিল, পরে একদিন বাড়ানো হয়েছে সেই অনুমতি। ২ মে দেশে ফিরে ৩ মে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে তাকে।
স্লো উইকেটে দুর্দান্ত মুস্তাফিজ। চেন্নাইয়ের ঘরের মাঠে দলটির অন্যতম ভরসা তিনি। কিন্তু চেন্নাইয়ের বাইরে অনেকটাই নিষ্প্রভ এই টাইগার পেসার। ধোনিদের পরবর্তী ম্যাচেও ফিজকে দিতে হবে কঠিন পরীক্ষা। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তাদের মাটিতে লড়বে চেন্নাই। শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
এবারের আইপিএলে লখনৌর মাঠে হওয়া তিন ম্যাচে হয়েছে ৪০ ছক্কা এবং ৮২ চার। অর্থাৎ, প্রতি ম্যাচে ৪০ টি বাউন্ডারি হয়েছে গড়ে। চেন্নাই ম্যাচেও দেখা মিলতে পারে বড় রানের। বোলার হিসেবে তাই সেদিনও মুস্তাফিজকে দিতে হবে কঠিন পরীক্ষা।
সূত্রঃ চ্যানেল ২৪