বাংলাদেশ জাতীয় দলের কোচ হলেন মুশতাক আহমেদ

ক্রিকেট দুনিয়া April 16, 2024 1,896
বাংলাদেশ জাতীয় দলের কোচ হলেন মুশতাক আহমেদ

গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চলাকালীন বাংলাদেশ ছেড়েছিলেন রঙ্গনা হেরাথ। সিলেট টেস্টের সময় অস্ট্রেলিয়ার বিমান ধরলেও স্পিন বোলিং কোচ হিসেবে পছন্দ হওয়ায় কয়েক মাস পর লঙ্কান গ্রেটকে পেতে চেষ্টা চালায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বছরে ২০০ দিনের চুক্তির প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত হেরাথের সঙ্গে বনিবনা হয়নি বিসিবির।


হেরাথ চলে যাওয়ার পর থেকেই ফাঁকা রয়েছে বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদ। বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে সেটা করতে চায় না বাংলাদেশ। মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।


ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন মুশতাক আহমেদ। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক লেগ স্পিনারকে নিয়োগ দেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিবি।


জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। চলতি মাসের শেষ দিকে সেই ক্যাম্পে যোগ দিয়ে বাংলাদেশের হয়ে নতুন দায়িত্ব শুরু করবেন ৫৩ বছর বয়সি পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। জিম্বাবুয়ে সিরিজের পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন তিনি।


বিশ্বকাপ দিয়ে শেষ হবে বাংলাদেশের সঙ্গে তার চুক্তি। ক্রিকেটার হিসেবে খেলা ছাড়ার পর লম্বা সময় ধরেই কোচ হিসেবে কাজ করছেন মুশতাক। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৮-১৯ মৌসুম এবং পাকিস্তানের হয়ে ২০২০-২২ মৌসুমে একই দায়িত্বে কাজ করার অভিজ্ঞতা আছে মুশতাকের।


ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানের বোলিং পরামর্শক ছিলেন ৫৩ বছর বয়সি এই কোচ। এবারই প্রথম বাংলাদেশের হয়ে কাজ করবেন মুশতাক। বাংলাদেশের হয়ে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের স্পিনারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করে এগিয়ে নিতে চান।


এ প্রসঙ্গে মুশতাক বলেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের অংশ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। আমার ভূমিকা পালনে আমি মুখিয়ে আছি এবং ক্রিকেটারদের মাঝে আমার অভিজ্ঞতা বিনিময় করতে চাই কারণ তারা সবাই শিখতে চায়।


আমি সবসময় বিশ্বাস করি তারা অন্যতম ভয়ংকর দল। তারা যেকোন দলকে হারাতে পারে কারণ তাদের সেই সামর্থ্য, রিসোর্স এবং প্রতিভা আছে। তাদের মাঝে আমি সেই বিশ্বাসটা তৈরি করতে চাই। তাদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’


সূত্রঃ ক্রিকফ্রেন্জি