মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচের ভিডিও ভাইরাল

ক্রিকেট দুনিয়া April 15, 2024 1,215
মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচের ভিডিও ভাইরাল

গতকালকের হাই ভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে বল হাতে কিছুটা বিবর্ণ ছিলেন মুস্তাফিজ। এদিন ৪ ওভারে ৫৫ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন। তবে ভালো বল করতে না পারলেও দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন ফিজ। পাথিরানার ওভারে তিনি ফেরান আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলা সূর্যকুমার যাদবকে।


মুম্বাই ইনিংসের অষ্টম ওভারের চলছিল। ওয়াংখেড়েতে চেন্নাইয়ের বিপক্ষে ক্রিজে এসে পাথিরানার ওভারে প্রথম বলটি ডট দেন সূর্যকুমার। দ্বিতীয় বলে খেলেন আপার-কাট। থার্ডম্যান অঞ্চলে সীমানার কাছে দাঁড়িয়ে সেটি লুফে নেন ফিজ।


যদিও নিয়ন্ত্রণ হারিয়ে সীমানাদড়ির বাইরের দিকে হেলে পড়ায় বল উপরের দিকে ভাসিয়ে দেন মুস্তাফিজ। সীমানার বাইরে চলে যাওয়া মুস্তাফিজ দ্রুত মাঠে ঢুকে আবার সেই ক্যাচ ধরেন। এতে ভয়ংকর হয়ে ওঠার আগেই বিদায় নেন সূর্য।


দুই দল মিলিয়ে পুরো ৪০ ওভার জুড়ে লড়াই হলেও তিনটি মুহূর্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের।


মুম্বাই-চেন্নাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে যে তিন মুহূর্ত-


১. ধোনির তিন বলে তিন ছক্কা : ১৯.২ ওভারে ড্যারিল মিচেল আউট হলে ব্যাট করতে নামেন ধোনি। পর পর তিনটি বলে তিনটি ছক্কা মারেন তিনি। সেই তিন ছক্কা চেন্নাইয়ের রান ২০০ পার করায়। ৪ বলে ২০ রান করেন তিনি। সেই ইনিংস চেন্নাইকে বাড়তি সুবিধা করে দেয়। প্রথম থেকেই মুম্বাইয়ের রানরেট বাড়িয়ে দেয়। নইলে হয়তো রান তাড়া করার শুরু থেকে চাপ কম থাকতো হার্দিক পান্ডিয়াদের।


২. মুস্তাফিজুরের ক্যাচ : রান তাড়া করতে নেমে প্রথম সাত ওভারে ৭০ রান করেছিল মুম্বাই। চাপ সামলে দারুণ ব্যাটিং করছিলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। মাথিশা পাথিরানা প্যাভিলিয়নে ফেরান ঈশানকে। তৃতীয় বলে ফেরেন সূর্য। তার শট বাউন্ডারিতে ঝাঁপিয়ে ধরেন মুস্তাফিজ। দুর্দান্তভাবে শরীরের ভারসাম্য বজায় রেখে ক্যাচ ধরেন তিনি। আগের ম্যাচে ১৯ বলে ৫২ রান করা সূর্য এই ম্যাচে শূন্য রানে ফেরেন।


৩. রোহিতের ক্যাচ মিস : চেন্নাইয়ের ইনিংসের ১১.৪ ওভারের মাথায় আকাশ মাধোয়ালের বলে বড় শট মারতে গিয়ে ক্যাচ তোলেন রুতুরাজ গায়কোয়াড়। সেই ক্যাচ ফস্কান রোহিত শর্মা। সেই সময় রুতুরাজ ৩৯ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত তিনি ৬৯ রান করেন। রোহিত ক্যাচ ধরলে বড় ধাক্কা খেত চেন্নাই। হয়তো এত বেশি রান করতে পারত না তারা।