উড়ন্ত লখনউকে হারিয়ে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট দুনিয়া April 13, 2024 217
উড়ন্ত লখনউকে হারিয়ে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস

পাঁচ ম্যাচের ভেতর মাত্র একটিতে জিতে আইপিএলের এবারের আসরটা দিল্লি ক্যাপিটালসের মোটেও ভালো যাচ্ছিল না । ষষ্ট খেলায় এসে দলটি পেল দ্বিতীয় জয়ের দেখা । টানা তিন ম্যাচ জেতা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে টেবিলের তলানি থেকে উঠে এসেছে রিশভ পান্টের দল।


ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ে নামা লক্ষ্ণৌ ৭ উইকেটে ১৬৭ রান তোলে। জবাবে দিল্লি ১১ বল হাতে রেখে ৪ উইকেটে ১৭০ রান করে স্বস্তির জয় পায়।


আগে ব্যাটিংয়ে নেমে খলিল আহমেদের কাছে ধাক্কা খায় লখনউ। পরপর দুই ওভারে ভারতীয় পেসার তুলে নেন কুইন্টন ডি কক ও দেবদূত পাডিক্কালের উইকেট। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তোলে স্বাগতিকরা।


তারপর কুলদীপ যাদবের স্পিন জাদুতে পরাস্ত লখনউর ব্যাটিং লাইন। দিল্লির স্পিনার অষ্টম ওভারে পরপর মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন। যদিও পারেননি সুযোগের সদ্ব্যবহার করতে। অবশ্য পরের ওভারে অধিনায়ক লোকেশ রাহুলকে (৩৯) থামান কুলদীপ।


এই ধস থামে ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে। আয়ুশ বাদোনি ও আর্শাদ খান হাল ধরেন। তাদের ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ উইকেট হারিয়ে দেড়শ পার করে লখনউ। বাদোনি সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন। ২০ রানে খেলছিলেন আর্শাদ।


কুলদীপ ৪ ওভারে ২০ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি উইকেট পান খলিল।


লক্ষ্য তাড়ায় দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ রানের বেশি করতে পারেননি। আরেক ওপেনার পৃথ্বী শ খেলেন ২২ বলে ৬ চারে ৩২ রানের ইনিংস।


তৃতীয় উইকেটে জেক জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও পান্টের ৭৭ রানের জুটি দিল্লির জয়ের ভিত গড়ে। ৩৫ বলে ২ চার ও ৫ ছক্কায় জেক ফ্রেজার-ম্যাকগার্ক ৫৫ রান করেন। আগ্রাসী ব্যাটিংয়ে পান্টের ব্যাটে আসে ২৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪১ রান। ত্রিস্টান স্টাবস ১৫ ও শাই হোপ ১১ রানের ইনিংস খেলে দিল্লিকে জয়ের বন্দরে নিয়ে যান।


লেগস্পিনার রবি বিষ্ণোই লক্ষ্ণৌর হয়ে ২৫ রান খরচায় পান ২ উইকেট।


টেবিলের তলানিতে থাকা দিল্লি ছয় খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে। টেবিলের সবার নিচে চলে গেছে ২ পয়েন্টে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরাজয়ের স্বাদ পাওয়া লক্ষ্ণৌ এক ধাপ পিছিয়ে চার নম্বরে নামা লক্ষ্ণৌর পাঁচ খেলায় পয়েন্ট ৬। মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ৬ হলেও রানরেটে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে উঠেছে। শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস পাঁচ খেলায় পেয়েছে ৮ পয়েন্ট।